স্বপন কুমার দাস, গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : সর্বোপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন তথা জাতীয় শিক্ষক দিবসে বারাসত সাংগঠনিক জেলার বিজেপি টিচার্স সেলের গোবরডাঙ্গা পৌরমন্ডলের হাত ধরে প্রায় একশো জন শিক্ষক ও দু'শোটি পরিবার বিজেপির পতাকার তলায় এলেন। সদ্য বিজেপি দলে যোগ দেওয়া সদস্যরা উত্তর ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জী, বনগাঁ (উত্তর)-এর বিধায়ক বিশ্বজিৎ দাস, বারাসত সাংগঠনিক জেলা টিচার্স সেলের আহ্বায়ক মনোজ বালা, অশোকনগর বিধানসভার কনভেনার স্বপন দে, গোবরডাঙ্গা মন্ডলের সভাপতি আশীষ ব্যানার্জি, হাবরা ১ গ্রামীণ মন্ডলের সভাপতি সত্যজিৎ মল্লিক, সুমিত শীল সহ অন্যান্য নেতৃবৃন্দের হাত থেকে পতাকা গ্রহণ করেন।
এদিন বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি শিক্ষা-সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এছাড়া জাতীয় শিক্ষক নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট প্রাক্তন ও নবীন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংবর্ধনা জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শঙ্কর চ্যাটার্জী বলেন, তৃণমূল রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতায় পেরে না উঠে এখন কুৎসার অবতারণা করছে।
অন্যদিকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি)-এর উদ্যোগে গোবরডাঙ্গা হিন্দু কলেজের অধ্যক্ষ সহ সমস্ত অধ্যাপক, অধ্যাপিকাদের সংবর্ধনা জানানো হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন