নজরে বাংলা, মছলন্দপুর (উত্তর 24 পরগনা) : জেলায় তৃণমূলে যোগদান অব্যাহত। এই জেলার হাবরা ১ নম্বর ব্লকের মছলন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন বুথের থেকে প্রায় ৩০০ জন বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। হাবরা ১ নং ব্লকের সভাপতি অজিত সাহা এবং মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস ঘোষ-এর হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে নতুনভাবে পথচলার শপথ নিলেন তাঁরা।
সভাপতি অজিতবাবু বলেন, বিজেপি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। করোনা আবহের মধ্যে যেখানে কেন্দ্রীয় সরকার এক হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে, সেখানে মূর্তি বসাতে তার দ্বিগুণ খরচ করেছে। এদের কাছে মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও চিন্তাই নেই। অথচ রাজ্য সরকার বিনামূল্যে দুঃস্থদের মধ্যে রেশন বন্টন করে চলেছে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে। মাত্র এক টাকার বিনিময়ে উচ্চ শিক্ষায় ভর্তির ব্যবস্থা করেছে সরকার। মানুষের পাশে তৃণমূল সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া অনুজ পাঠক, তাপস বসু ও তারক বিশ্বাস একবাক্যে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই তাঁদের তৃণমূলে যোগদান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন