মূলগ্ৰামে মহা সমারোহে পালিত শ্রীশ্রী লোকনাথ বাবার পুজো: রাহুল রায়, নজরে বাংলা (পূর্ব বর্ধমান) : সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মূলগ্ৰামের বাসস্ট্যান্ডে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রীশ্রী লোকনাথ বাবার পুজো। পুজো উপলক্ষে চলছে নামসংকীর্ত্তন । পুজো কমিটির সদস্যরা জানালেন, এবারের পুজো ১১ বছরে পড়লো। পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক ভন্ডুল পন্ডিত, বিভাষ মন্ডল, কৃষ্ণধন পন্ডিত, অসীম …
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন