কুচনেশ্বর মন্দিরে পূজা দিয়ে রোড শো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন - Najore Bangla: নজরে বাংলা, ঝাড়গ্রাম : শুক্রবার নয়াগ্রাম থানার উপর পাতিনা গ্রামের বাবা কুচনেশ্বর মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন। এদিন রোড শো উপর পাতিনা থেকে শুরু করে দেউলবাড়, রামচন্দ্রপুর, বড়ডাঙা, ভালিয়াঘাটি, টোটাসাই, কলমাপুকুরিয়া, ছোট ঝড়িয়া হয়ে খড়িকামাথানিতে সমাপ্ত হয়। প্রায় ত্রিশ কিমি রোড শো-তে ছিল গাড়ির লম্বা লাইন। এলাকায় …
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন